Breaking News

সুজন চৌধুরীর পৃষ্টপোষকতায় জকিগঞ্জে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার তিল ধারণের ঠাঁই ছিলনা মাঠে। ছুটির দিন থাকায় বিকেল হওয়ার সাথে সাথেই ঢল নামে খেলার মাঠে। হঠাৎ আলোর ঝলকানিতে রাতের নীরবতা ভেঙ্গে আলোময় হয়ে উঠে খেলার মাঠ। শুরু হয় চুড়ান্ত পর্ব। অংশ গ্রহণ করে প্রতিযোগী দুই দল চারখাই জে. পি.এস বনাম সোনার বাংলা পীরনগর টিম। টান টান উত্তেজনায় খেলায় জয় লাভ করে চারখাই জে. পি.এস।

জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পীরনগর ইয়াং স্টার সোসাইটি ক্লাব এর আয়োজনে পীরনগর ১ নং গেইটে শুক্রবার জকিগঞ্জের বৃহত্তম ফুটবল আসর অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী বীরশ্রী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট আই নিউজ ও জকিগঞ্জ টাইমস ডটকমের চেয়ারম্যান সাইদুল চৌধুরী সুজনের পৃষ্টপোষকতায় ১৭ জানুয়ারি শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে মোট ৫৪ টি দল অংশ গ্রহণ করে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লোকমান আহমদ চৌধুরী।

সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টুর্নামেন্টের পৃষ্টপোষক সাইদুল চৌধুরী সুজন। তিনি বলেন, প্রবাসে থাকলেও মন পড়ে থাকে দেশের প্রতি, মাটির প্রতি। করোনাকালীন পরিস্থিতে যুক্তরাজ্যে থেকেও ভালো নেই আমরা।সারাক্ষণই দেশ এবং এলাকার মানুষের কথা ভাবিয়ে তুলে। তিনি বলেন,যুবসমাজ খেলামুখী হলে রোধ হবে সামাজিক অবক্ষয়। সেই অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই। এলাকার ভালো সংবাদ যেভাবে আমাদের আন্দোলিত করে, ঠিক খারাপ খবর প্রকাশ হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি খেলা সহযোগীতায় জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

খেলার বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে প্রইজমানি ও চ্যাম্পিয়ান ট্রপি বাবদ ৯ হাজার ৯শ’৯৯ টাকা তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্ধ। এ সময় এবং রানার্স আপ দলের জন্য ৪ হাজার ৯ শ’৯৯ টাকা ও ট্রপি তুলে দেওয়া হয়। খেলাটি জকিগঞ্জ টাইমস ডটকম এর পেইজ থেকে সরাসরি লাইভ করা হয়েছে।

About Maidul Biplob

Check Also

হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মোহাম্মাদ আফজালঃ(২৯-০৫-২০২১) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাস্থ মিরপুরে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বানিয়াচং উপজেলার দুই যুবকের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!